রয়টার্স
গাজায় আগ্রাসনের অবসান নিয়ে যখন মিসরে ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল, ঠিক সেই সময়ে ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করেছেন।
বুধবার মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়েই গভির যুদ্ধ জয়ের দাবি করে বলেন, ‘আল-আকসার মালিক এখন ইসরাইল।’ তার এই মন্তব্যের জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অধিকৃত পূর্ব জেরুসালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসায় এটি ছিল বেন গভিরের একাদশ সফর।
সৌদি আরব, জর্দানসহ একাধিক দেশ গভিরের এই দাবির তীব্র নিন্দা করেছে। ফিলিস্তিনি ও আরব নেতারা তার এই সফরকে নতুন করে উসকানি ও দখলদার নীতির অংশ হিসেবে দেখছেন।
সৌদি আরব এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আল-আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরাইলি কর্মকর্তা ও অবৈধ বসতিস্থাপনকারীদের তাণ্ডবের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব।’ বেন-গভিরের এই আগ্রাসী মন্তব্য এমন এক সময় ঘটল, যখন মুসলিম বিশ্ব বারবার আল-আকসার পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আসছে।
ফিলিস্তিনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাংকের অংশ পূর্ব জেরুসালেম আদতে ইসরাইল অধিকৃত অঞ্চল। সেখানেই রয়েছে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র আল-আকসা মসজিদ।
এই পরিস্থিতিতে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রীর আল-আকসা চত্বরে দাঁড়িয়ে গাজায় চূড়ান্ত বিজয়ের ঘোষণা দেয়ার নিন্দা জানিয়েছে হামাসও। হামাস এটিকে ‘ইচ্ছাকৃত উসকানি’ বলে অভিহিত করে বলেছে বেন গভির আল-আকসার পবিত্রতা এবং বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতিতে আঘাত করছে।