মিঠাপুকুরে সোনালী ব্যাংকের ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত

Printed Edition

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

গতকাল রোববার সকাল ১১টায় সোনালী ব্যাংক পিএলসি. রংপুরের মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার চেংমারী ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী এক ঋণ আদায় ক্যাম্প গতকাল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- সোলালী ব্যাংক পিএলসি (প্রিন্সিপাল অফিস) রংপুরের জেনারেল ম্যানেজার আমিনুল ইসলাম, ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপক, নন্দিতা সরকার, সিনিয়র অফিসার প্রিন্সিপাল নুরে নাজমুল হুদা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার গোলাপ চন্দ্র, সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিপ্লব কুমার মহন্ত, অফিসার (ক্যাশ) জাকিরুল ইসলাম (জাহিদ) প্রমুখ।