মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
গতকাল রোববার সকাল ১১টায় সোনালী ব্যাংক পিএলসি. রংপুরের মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার চেংমারী ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী এক ঋণ আদায় ক্যাম্প গতকাল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- সোলালী ব্যাংক পিএলসি (প্রিন্সিপাল অফিস) রংপুরের জেনারেল ম্যানেজার আমিনুল ইসলাম, ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপক, নন্দিতা সরকার, সিনিয়র অফিসার প্রিন্সিপাল নুরে নাজমুল হুদা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার গোলাপ চন্দ্র, সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিপ্লব কুমার মহন্ত, অফিসার (ক্যাশ) জাকিরুল ইসলাম (জাহিদ) প্রমুখ।



