বাহনার রোং

জানা-অজানা

Printed Edition
বাহনার রোং
বাহনার রোং

ছোট্ট বন্ধুরা,

তোমরা হয়তো ভিয়েতনামের নাম শুনে থাকবে। দেশটি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে। দেশটির বাহনার উপজাতি এক ধরনের যৌথ বা এজমালি ঘর ব্যবহার করে। এ ঘরের নাম বাহনার রোং। এটি ব্যবহার করা হয় সাংস্কৃতিক, ধর্মীয় ও লোকসমাগমের কাজে। তার মানে এটি এক ধরনের সামাজিক বৈঠকখানা। গৃহহীনরাও অনেক সময় এখানে আশ্রয় নেয়।

বাহনার রোং বাহনার উপজাতির ঐতিহ্য। সব বাহনার গ্রামেই এ ঘর দেখা যায়। এটি বেশ উঁচু এবং এর চালা ঢালু। এ ঘর তৈরিতে সাধারণত বাঁশ ও কাঠের ব্যবহার দেখা যায়।

-ইমরুল হাসান