নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের চার জেলায় দুই মহিলা ও এক প্রবাসীসহ চারজন নিহত হয়েছেন।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট এলাকায় বাসের ধাক্কায় গতকাল এক মহিলা মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ফজিলাতুন্নেছা (২৮)। তিনি মাগুরা জেলার মহেশপুর উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আলিমুজ্জামান সুজন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বামীর মোটরসাইকেলযোগে ফজিলাতুন্নেছা তাদের এক শিশুসন্তান নিয়ে বান্দরবান যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ফজিলাতুন্নেছা রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যরা অক্ষত রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর বাসচালক ও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সীগঞ্জ ব্রিজমোড়ে গতকাল মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই নারী। নিহতের নাম ইকতার আলী (৪০)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিতলা গ্রামের পিয়ার আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে সে প্রবাসে কর্মরত ছিলেন। আহতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছতিয়া ইউনিয়নের কয়ারি গ্রামের জয়নালের স্ত্রী সাগরি খাতুন ও তাদের মেয়ে জামিলা খাতুন।
নিহতের বোন-জামাই জানান, তারা মোটরসাইকেলে করে মহেশপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সীগঞ্জ ব্রিজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচুলি বোঝাই ট্রাক্টরের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: শাপলা খাতুন জানান, আহত তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ইকতার আলীকে মৃত ঘোষণা করা হয়। আহত দুই নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। এর মধ্যে জামিলা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মধুপুরে আবরো মাইক্রোবাসের চাপায় লাইলী বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার নেকীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লাইলী বেগম ধনবাড়ী উপজেলার ধোপাখালি ইউনিয়নের জমশেদপুর এলাকার মৃত আবু সাঈদের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাইলী বেগম মধুপুর থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লাইলী বেগম নিহত এবং মোটরসাইকেল চালক মো: শামীম গুরুতর আহত হন। স্থানীয়রা আহত শামীমকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র রুবাইয়াত হাসান তন্ময় (২৫) মারা গেছেন। সোমবার সকাল ৮টায় রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তন্ময় সিংড়া পৌরসভার কাটাপুকুরিয়া মহল্লার মৃত জাহিদ হাসানের ছেলে। স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, গত রোববার (২৬ অক্টোবর) রুবাইয়াত হাসান তন্ময় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে দমদমা রাস্তায় অটোরিকশায় ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যালে প্রেরণ করেন। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: নুরুজ্জামান জাবেদ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর নামক স্থানে তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শাহজাদাপুর নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যাওয়ার পথে নন্দনপুর নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে খবর পেয়ে স্বজনরা গিয়ে ব্রাহ্মণবাড়িয়া নোবেল হাসপাতালে নিয়ে ভর্তি ও চিকিৎসা করেন।
 


