ক্রীড়া ডেস্ক
সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টের প্রথম দিনে ছিল বৃষ্টির হানা। প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৪৫ ওভার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ১৩ ওভারে দলীয় ৫৭ রানে তিন উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে জো রুট ও হ্যারি ব্রুকের ব্যাটে চড়ে স্বস্তিতেই দিনটি পার করে সফরকারীরা। দিন শেষে সেই তিন উইকেটে ২১১ রান নিয়ে মাঠ ছাড়ে বেন স্টোকসের দল। ব্রুক ৭৮ ও রুট ৭২ রানে ছিলেন অপরাজিত।
সিডনিতে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের হয়ে ১৫৪ রানের জুটি গড়েন ব্রুক ও রুট।



