ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুহাদ্দিস আব্দুল খালেক

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, জামায়াতে ইসলামীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দুবিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ বাস্তবে ভিন্ন ধর্মাবলম্বীসহ দেশের সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জামায়াত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

গত শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগর লেকভিউ কনফারেন্স রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা পৌরশাখার উদ্যোগে সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী জাতীয় নেতাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘দেশে যেমন জামায়াতকে হিন্দুবিরোধী হিসেবে অপপ্রচার করা হয়েছে, তেমনি হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগের সাথে এক করে দেখার একটি ভ্রান্ত ধারণাও তৈরি করা হয়েছে। এই দুই ধরনের অপপ্রচারই সমাজে বিভাজন সৃষ্টি করছে।’ এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হিন্দু নেতারা ও জামায়াতে ইসলামীর পারস্পরিক ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো ধর্মের বিরুদ্ধে নয়। অন্যায় কাজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান- কোনো ধর্মেই গ্রহণযোগ্য নয়। আদর্শিক দায়বদ্ধতা থেকেই জামায়াত সারা দেশে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। প্রয়োজনে দলীয় উদ্যোগে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরে কোথাও যদি নিজেদের নিরাপত্তায় জামায়াতের সহায়তা প্রয়োজন হয়, তাহলে যেকোনো সময় যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি সর্বোচ্চ সামর্থ্য নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।