নিজস্ব প্রতিবেদক
প্রান্তিক পর্যায়ের মৎস্য খামার ও হ্যাচারি এবং গবাদিপশু ও পোল্ট্রি খামারে উৎপাদন ব্যয় কমাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট (ছাড়) সুবিধার তালিকায় অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য রফতানিতে উৎসাহ প্রদান এবং কৃষিভিত্তিক শিল্পকে আরো উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ সংক্রান্ত নীতিমালার আওতায় বর্তমানে ১৬টি খাতে ২০ শতাংশ বিদ্যুৎ রিবেট দেয়া হচ্ছে। এর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট চারটি খাতে অর্থ বিভাগ ১০০ কোটি টাকা ভর্তুকি দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই ভর্তুকি সুবিধার আওতায় রয়েছে পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, ফিস ফিড উৎপাদন, পোল্ট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প (দুধ পাস্তুরিতকরণ, গুঁড়া দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, মিষ্টান্ন, পনির, ঘি, মাখন, চকোলেট, দই ইত্যাদি)।
গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, সরকারের এই উদ্যোগের ফলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে শিল্প খাতে বিনিয়োগ বাড়বে এবং নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে দেশ আরো স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এ দিকে সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে নবগঠিত বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
সভায় ফরিদা আখতার বলেন, আইনে নির্ধারিত দায়িত্ব কার্যকরভাবে বাস্তবায়নে পরিচালনা পর্ষদের নিয়মিত সভা অত্যন্ত জরুরি। নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্য নিশ্চিত করতে হলে বোর্ডের কার্যক্রম প্রধান কার্যালয়ের গণ্ডি পেরিয়ে দেশব্যাপী বিস্তৃত করতে হবে। এ লক্ষ্যে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন হাব চিহ্নিত করে শাখা কার্যালয় স্থাপন এবং উপযুক্ত জনবল কাঠামো গঠনের ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে যুগ্মসচিব মিজ শাহীনা ফেরদৌসীকে প্রেষণে ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে; একই সাথে তিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বোর্ডের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার কার্যক্রম গ্রহণের বিষয়েও সভায় একমত পোষণ করা হয়।



