গুম-খুনের অভিযোগে জিয়াউল আহসান এখন ট্রাইব্যুনালে

জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ১৪ ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক
Printed Edition

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক ও র‌্যাবের সাবেক শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল (অব:) জিয়াউল আহসান। তার বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ১৪ ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তদন্ত প্রতিবেদন দাখিলের এই সময় বাড়িয়েছেন। মোট পাঁচটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় মোট আট কর্মকর্তাকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অব:) জিয়াউল আহসান, ডিএমপির সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো: শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো: মাজহারুল হক ও ডিবির ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো: আরাফাত হোসেন। এই আট কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পৃথকভাবে মামলা করা হয়েছে। সে কারণে তাদের পরবর্তী সময়ে এই মামলায় আর হাজিরা মওকুফ চেয়ে আবেদন করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ৮ জানুয়ারি নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

গণ-অভ্যুত্থানের সময় সিরাজগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-১। সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীসহ এ মামলার আসামি তিনজন। বাকি দু’জন হলেন- জেলা আওয়ামী লীগ নেতা মো: শামীম তালুকদার লাবু ও মো: আবু মুসা। বলা প্রয়োজন যে জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো সিরাজগঞ্জেও বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। এর পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা হয়। বর্তমানে তিনজনই ভিন্ন ভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অপর একটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া গণ-অভ্যুত্থানের সময় নরসিংদী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অপর আরেকটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।