মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের চমক

প্রযুক্তি ডেস্ক
Printed Edition

সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৫। এবারের আসরে শাওমি, অনর ও হুয়াওয়েসহ বিশ্বখ্যাত মুঠোফোন প্রস্তুতকারকরা উন্মোচন করেছে নিজেদের বেশ কয়েকটি অত্যাধুনিক স্মার্টফোন। এবারের আসরের আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছিল গত সোমবার (৩ মার্চ)। উদ্বোধনী দিনে সম্মেলন পরিদর্শন করেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এবারের আসরের পর্দা নামে গত বৃহস্পতিবার।

ভিডিও কলে কথা বলছেন এক নারী। প্রথম দেখায় স্বাভাবিক মনে হলেও আসলে এটি একটি ডিপফেক। যা শনাক্ত করেছে অনরের নতুন স্মার্টফোন ম্যাজিক সেভেন প্রো। এমনই অত্যাধুনিক প্রযুক্তির অসংখ্য মুঠোফোনের সমারোহে মুখর স্পেনের বার্সেলোনা। বিপুলসংখ্যক মুঠোফোনপ্রেমীদের নজর কাড়তে ডিপফেক শনাক্তের মতো আকর্ষণীয় ও কার্যকরী ফিচারসমৃদ্ধ মুঠোফোন এনেছে প্রতিষ্ঠানগুলো। আরেক চীনা জায়ান্ট হুয়াওয়ে উন্মোচন করেছে নিজেদের ট্রাই ফোল্ডেবল ফোন মেট এক্স টি। বড় এই স্ক্রিনের কারণে ট্যাবলেটের পাশাপাশি একে স্মার্টফোন হিসেবে ব্যবহার করা সম্ভব।

১৫ আল্ট্রার মাধ্যমে স্মার্টফোনের ক্যামেরাকে বদলে দেয়ার সংকল্প নিয়ে নেমেছে শাওমি। চীনা মুঠোফোন প্রতিষ্ঠানটির নতুন মডেলটিতে সংযুক্ত করা হয়েছে ১ ইঞ্চি আল্ট্রা লার্জ সেন্সরসমৃদ্ধ ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। যা পাল্টে দিতে পারে লো লাইট ইমেজের সংজ্ঞাকে।

সবচেয়ে পাতলা স্মার্টফোন তৈরির প্রতিযোগিতায় নতুন চমক তৈরি করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) মাত্র ৫ দশমিক ৭৫ মিলিমিটার পুরত্বের টেকনো স্পার্ক স্লিম স্মার্টফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল ও স্যামসাংয়ের মতো ফোন নির্মাতা কোম্পানির বিপরীতে নিজেদের আল্ট্রা ফোনগুলোর নানা অপটিক্যাল টুল নিয়ে কাজ করছে চীনা বিভিন্ন স্মার্টফোন নির্মাতারা। সেই ধারাবাহিকতায় চীনা কোম্পানি রিয়েলমি বদলে ফেলা যাবে এমন লেন্স ধারণার স্মার্টফোন দেখিয়েছে। ইন্টারচেঞ্জএবল লেন্স ধারণার ফোনটিতে একটি অতিরিক্ত কাস্টম সনি ১ ইঞ্চি সেন্সর রয়েছে, যার উপরে অন্য কোনো সমন্বিত লেন্স নেই। দুটি ভিন্ন লেন্স দিয়ে এর প্রোটোটাইপ দেখিয়েছে কোম্পানিটি, যেখানে রয়েছে একটি ৭৩ মিমি পোরর্ট্রেইট লেন্স ও একটি ২৩৪ মি.মি. টেলিফটো লেন্স।

রিয়েলমির দাবি, এ বদলে ফেলা লেন্সের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন জুম করা ছবি তুলতে পারবেন, যা স্মার্টফোনের জন্য একেবারে উপযোগী। ডিএসএলআর ক্যামেরার মতোই স্মার্টফোনে ছবি তোলা যাবে এ ফোনের মাধ্যমে। যদিও ইন্টারচেঞ্জএবল লেন্স ধারণার বিষয়টি নতুন নয়। ২০২২ সালে নিজেদের ১২ এস আল্ট্রা ফোনের সঙ্গে এই ধারণাটি নিয়ে পরীক্ষা করেছে শাওমি।

স্মার্টফোন ছাড়াও ইয়োগা সিরিজে নতুন সংযোজন হিসেবে সৌরবিদ্যুৎচালিত একটি ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে লেনোভো। ইয়োগা সোলার পিসি নামে ডিভাইসটির প্রধান আকর্ষণ হলো সোলার প্যানেলযুক্ত লিড, যা সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করতে সক্ষম। লেনোভোর তথ্যানুযায়ী, নতুন ল্যাপটপের লিডে একটি সৌর প্যানেল সংযুক্ত থাকবে। ফলে চালু কিংবা বন্ধ থাকা অবস্থায় এটি যেকোনো উৎস থেকে আলো ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে পারবে। ইয়োগা সোলার কম্পিউটারের আলো শোষণকারী প্যানেলটি ব্যাক কন্টাক্ট সেল ডিজাইনে ৮৪টি সৌরকোষ দিয়ে তৈরি। প্যানেলের শক্তি সংগ্রহকারী ও স্থানান্তরকারী মাউন্টিং ব্র্যাকেট সৌরকোষের পেছনে অবস্থিত। প্যানেলের সামনের অংশটি আরো বেশি আলো ধারণ করতে সক্ষম। এটি যে পরিমাণ সূর্যের আলো গ্রহণ করে, তার ২৪ শতাংশ ব্যবহারযোগ্য বিদ্যুতে রূপান্তর করতে পারে। মাত্র ২০ মিনিটে সূর্যের আলোয় ব্যাটারি রিচার্জ করে অন্তত ১ ঘণ্টা পর্যন্ত ভিডিও চালানো সম্ভব।

স্মার্টফোন ল্যাপটপ এর পাশাপাশি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখা গেছে বিভিন্ন এআই সম্পন্ন রোবট, ফ্লিপ পিসি ও স্মার্ট গ্লাস। বিশ্লেষকদের ধারণা, আগামী ৩০ বছরের মধ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সে সময় বর্তমান মূল্যেই লাখ গুণ উন্নত এআই সার্ভিস পাওয়া সম্ভব। যা থেকে লাভবান হবে সেবাদাতা প্রতিষ্ঠান ও গ্রাহক- উভয়ই।