ডিবিএ নির্বাচনে প্রেসিডেন্টসহ ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ১২ জন পরিচালক রয়েছেন। তারা আগামী দুই বছর (২০২৬-২০২৭) ডিবিএর নেতৃত্ব দেবেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজের এমডি ও সিইও মো: মনিরুজ্জামান, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের এমডি মো: নাফিজ-আল-তারিক।

পরিচালক নির্বাচিত হয়েছেন বি অ্যান্ড কোম্পানি লিমিটেডের এমডি এম রাফিউজ্জামান বোখারী, এসসিএল সিকিউরিটিজের এমডি ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আর এন ট্রেডিংয়ের এমডি মো: নাদিম, আজম সিকিউরিটিজের লিমিটেডের এমডি আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজের এমডি আর ওয়াই শমসের, ওয়ান সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিনুল ইসলাম, জি এম এফ সিকিউরিটিজের এমডি আলহাজ নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজের এমডি নাঈম মো: কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্টের এমডি মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্সের এমডি ডা: ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজের এমডি খন্দকার শফিকুর রহিম এবং এসএআর সিকিউরিটিজের এমডি শরীফ আতাউর রহমান।