বৈজ্ঞানিক সিম্পোজিয়ামের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

Printed Edition

‘গবেষণা ও মেডিক্যাল শিক্ষা : উদ্ভাবনের অনুপ্রেরণা, অ্যাক্রিডিটেশনের নিশ্চয়তা’ কেন্দ্রীয় বিষয়ের ওপর ভিত্তি করে আগামী ১৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠিতব্য বৈজ্ঞানিক সিম্পোজিয়ামের রেজিস্ট্রেশন কার্যক্রম গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এ সিম্পোজিয়াম কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্র্রেশনের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান সিম্পোজিয়াম অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি ও অর্গানাইজিং কমিটির কো-চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: মুসলিম উদ্দিন সবুজ, কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা: মো: পারভেজ ইশবাল শরীফের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: আকরাম পারভেজ চৌধুরী, অধ্যাপক ডা: মনসরুল আলম, অধ্যাপক ডা: আলী হোসাইন, অধ্যাপক ডা: আসমা কবির সোমা, অধ্যাপক ডা: মুসলিনা আক্তার, ডা: মোহাম্মদ কামরুল ইসলাম, নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মিসেস সানজিদা বিনতে আলম।

আগামী ৫ নভেম্বর পর্যন্ত সিম্পোজিয়ামের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে। বিজ্ঞপ্তি।