ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে : নিহত ২

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ঝিনাইদহের শৈলকূপায় একটি ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে পড়ে ড্রাইভার ও হেলপারের মৃত্যু হয়েছে। এ ছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা ও নীলফামারীতে নিহত হয়েছেন আরো দুজন।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, কুয়াশার কারণে ঝিনাইদহে কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার বরদা নামক স্থানে কুমার নদের ব্রিজের রেলিং ভেঙে একটি খাদ্যবোঝাই ট্রাক নদীতে পড়ে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে।

জানা গেছে, নিহত ড্রাইভার পাবনা জেলার সদর থানার গজবতি গ্রামের কামাল শেখের ছেলে সোহেল শেখ ও হেলপার তার চাচাতো ভাই জাফর শেখের ছেলে মোবারক শেখ। নিহতের চাচাতো ভাই হৃদয় শেখ জানান, যশোর থেকে খাদ্যবোঝাই ট্রাকটি নিয়ে ড্রাইভার সোহেল শেখ পাবনার উদ্দেশ্যে রওনা হন। গভীর রাতে বরদা পুরাতন ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ড্রাইভার ও হেলপারের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর পাবনা-ট ১১০৮-৫৯। ট্রাকটির মালিক মোহাম্মদ মিজানুর রহমান, গ্রাম হাজিরহাট, সদর, পাবনা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিলন হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা আরো একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমুরিয়া-আন্দুলবাড়ীয়া সড়কের ডুমুরিয়া গ্রামের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন হোসেন জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়া এলাকার আকবার আলীর ছেলে। তিনি পেশায় পাওয়ারটিলার চালক ছিলেন এবং দুই কন্যা সন্তানের জনক। দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের বড় মসজিদপাড়ার মনোয়ার হোসেনের ছেলে স্বপন হোসেন (২৮)। তাকে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর মিলন ও স্বপন মোটরসাইকেল যোগে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে আন্দুলবাড়ীয়া এলাকার একটি ইটভাটায় যান। সেখান থেকে ফেরার পথে ডুমুরিয়া গ্রামের চৌরাস্তার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারের সাথে ধাক্কা দেয়। এতে মিলন হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং স্বপন হোসেন গুরুতর আহত হন।

নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর কিশোরগঞ্জে বক শিকার করতে গিয়ে ট্রাক্টরের নিচে পড়ে লিমন ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামে। নিহত লিমন নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামের হানিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খোলাহাটি গ্রামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল এক ট্রাক্টর চালক। এ সময় চাষকৃত জমিতে প্রচুর বক উড়াউড়ি করে খাদ্য সংগ্রহ করছিল। এটি দেখে লিমন বক শিকারে ব্যস্ত হয়। এক সময় লিমন ঢিল মেরে বক শিকার করার জন্য ট্রাক্টরের উপরে উঠে। এক পর্যায় পা পিছলে লিমন ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।