নিজস্ব প্রতিবেদক
দাবি আদায়ে শিক্ষা উপদেষ্টা দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। একই সাথে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০ শতাংশ বাড়ানোর দাবিতে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দাবি আদায়ে আজ মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন তারা। গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। তিনি বলেন, আজ (সোমবার) থেকে কর্মসূচি আমরণ অনশনে নিয়ে গেছি। ইতোমধ্যে আমাদের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এখানে প্রায় সবাই অসুস্থ। এ আমরণ অনশনের মাধম্যে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায়দায়িত্ব শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে নিতে হবে।
অধ্যক্ষ আজীজি বলেন, আপনারা যদি আবরার সাহেবের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সারা দেশ থেকে লং মার্চ করে আপনার অফিস তালা দেয়া হবে। আমরা আপনার কোনো সিদ্ধান্ত মানি না। আবরারকে উপদেষ্টাও মানি না। অবিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে। আর নয় তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।
কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, যারা শহীদ মিনারে আসতে পারেন না, আপনারা প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টায় জেলা ও উপজেলা সদরে অবস্থান নেবেন।
বিএনপি মহাসচিব সময় নিয়েছেন জানিয়ে অধ্যক্ষ আজীজি বলেন, আপনি ফোন দিলে হবে না তা হয় না। বিএনপির মহাসচিবের অনুরোধের পর যদি প্রজ্ঞাপন জারি করা না হয়, আবরার সাহেবকে টেনেহিঁচড়ে মন্ত্রণালয় থেকে বের করা হবে। আমরা সচিবালয়ে প্রত্যেকটা পয়েন্টে অবস্থান নেবো। আমরা দেখব, আবরার সাহেব শিক্ষকদের বুকের ওপর মাড়িয়ে কিভাবে সচিবালয়ে ঢুকে?
তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত হলো- আমরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনো দেখেনি। সবাইকে ঢাকায় এনে আমরা যমুনা ঘেরাও করব। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হচ্ছে, শিক্ষক ভাইদের অনুরোধ করব প্রশিক্ষণ প্রত্যাহার করে আপনারা চলে আসুন। আজ দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেব।
রংপুরে শিক্ষকদের বিক্ষোভ
রংপুর ব্যুরো জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৪৫ ভাগ, শতভাগ বোনাসহ সাত দফা দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে শিক্ষকরা।
সোমবার দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। পরে ডিসি অফিসের প্রধান ফটকে গিয়ে সমাবেশ হয়।
এ সময় বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের রংপুর ও দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা সভাপতি মো: আব্দুল গণি, জেলা সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান, মহানগর সভাপতি মো: মফিজ উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা সব থেকে বৈষম্যের শিকার। অথচ তারা বৈষম্য বিরোধী আন্দোলনে সব চেয়ে বেশি ভূমিকা পালন করেছে। তাদের ন্যায্য দাবি মেনে নিতে টালবাহানা করছে সরকার।
বক্তারা অবিলম্বে বাড়িভাড়া ৪৫ ভাগ, শতভাগ বোনাস, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ১০৮৯টি এবতেদায়ি মাদরাসাসহ নন এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদসারা এমিপিওভুক্তির দাবি জানান। নইলে আরো সারা বাংলাদেশে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।
একই দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধিদল ডিসির মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা।



