ড. মো: সবুর খান সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন

Printed Edition

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) চেয়ারম্যান ড. মো: সবুর খান ১-২ অক্টোবর অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫ (এবিবিএফ) এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সিডনি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ) আয়োজিত এই এক্সপো দুই দেশের মধ্যে বাণিজ্য, শিা এবং উদ্ভাবনী অংশীদারিত্ব জোরদার করার জন্য তিন হাজারেরও বেশি পেশাদার, শিল্প নেতা এবং শিাবিদ একত্র হয়েছিলেন। এই অনুষ্ঠানে বিশেষজ্ঞদের নেতৃত্বে সেমিনার, সেক্টর প্রদর্শনী এবং টেক্সটাইল, আইটি, শিা, কৃষি, খাদ্য, চামড়া এবং ওষুধ শিল্পের ওপর দৃষ্টি নিবদ্ধ করে নেটওয়ার্কিং সুযোগগুলো অন্তর্ভুক্ত ছিল।

ড. সবুর খান শিা ও দতা অধিবেশনে বক্তৃতা দেন, যেখানে ম্যাককোয়রি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিয়োগবিষয়ক পরিচালক তানভীর শহীদ; ইনভেস্টমেন্ট এনএসডব্লিউ-এর সহযোগী পরিচালক (স্টাডি) ভিকি কেয়ার; এবং অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (অস্ট্রেড) প্রোগ্রাম ম্যানেজার (বাংলাদেশ) মেঘা গুপ্তার মতো বিশিষ্ট বক্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।