আদনান আল রাজীব বাংলাদেশে এই সময়ের অন্যতম মেধাবী, গুণী বিজ্ঞাপন নির্মাতা। কিছু দিন আগে তিনি ‘আলী’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এবারের কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে তার পরিচালিত সিনেমা ‘আলী’। সিনেমাটির দৈর্ঘ্য ১৫ মিনিট। গত ২৫ এপ্রিল বিকেলে অফিশিয়াল ওয়েবসাইটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকা ঘোষণা করে কান উৎসব কর্তৃপক্ষ। এবারই প্রথম কান উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো ছবি জায়গা করে নিয়েছে। কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ আসর। আগামী ১৩ থেকে ২৪ মে টানা ১২ দিন ৭৮তম কান উসব অনুষ্ঠিত হবে ফ্রান্সের কানে। জানা যায় সাড়ে চার হাজার চলচ্চিত্র থেকে আদনান আল রাজীবের ‘আলী’ নির্বাচিত হয়েছে। মিডিয়াতে আদনান আল রাজীবের যাত্রা শুরু নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে। তার সাথে সাত বছর কাজ করার পর ‘ভূত বলে কিছু নেই’ নামের একটি নাটক নির্মাণ করেন। তবে এই নাটকটি প্রচারে আসেনি। রাজীব প্রথম বিজ্ঞাপন নির্মাণ করেন ওয়েস্টার্ন মানি এক্সচেঞ্জের বিজ্ঞাপন। প্রথম বিজ্ঞাপন নির্মাণ করেই নির্মাতা হিসেবে বেশ প্রশংসা কুড়ান তিনি। এরপর থেকে আজ অবধি রাজীব পাঁচ শতাধিক বিজ্ঞাপন নির্মাণ করেছেন বলে তিনি জানান। তবে তার নির্মিত বিজ্ঞাপন প্রথম অভূতপূর্ব সাড়া ফেলে মনোজ প্রামাণিক ও আজমেরী আশাকে নিয়ে নির্মিত ক্লোজআপ কাছে আসার গল্পর প্রমোশনাল বিজ্ঞাপনটি। আদনান আল রাজীব নির্মিত নাটক প্রথম প্রচারে আসে ‘লাকি থার্টিন’। এই নাটকটি আদনান আল রাজীব ও রেদওয়ান রনি দুজনে মিলে নির্মাণ করেছিলেন। এরপর আদনান উচ্চতর পদার্থ বিজ্ঞান, পাশর্^বর্তী প্রেম নিবেদন, বিকেল বেলার পাখি, ইউটিমারসহ আরো বেশ কিছু নাটক নির্মাণ করেছেন। তবে রাজীব বিজ্ঞাপন নির্মাণ করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। রাজীবের বাবা বাসেদুল আলম, মা সাবেকুন্নাহার। তার দুই বোন অতশী ও ইচ্ছা।
কানের পথে আদনান আল রাজীব
Printed Edition
