সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটারদের কাছে তার নির্বাচনী প্রতীক হাঁসের পক্ষে ভোট চেয়েছেন। তিনি বলেন, ‘হাঁস হলো সমৃদ্ধির প্রতীক, ভাগ্য পরিবর্তনের প্রতীক এবং নতুন শান্তির প্রতীক। তাই এবারের ভোটটা হাঁস মার্কায় চাই।’ গত শুক্রবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাঁচ গাঁও, পরমানন্দপুর, বরইচারা, ফতেহপুর, হরিপুর ও ষাটবাড়িয়া এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজিত প্রথম নির্বাচনী প্রচারণা সভায় এ কথা বলেন তিনি।
সভায় রুমিন ফারহানা বলেন, সরাইল ও আশুগঞ্জ বাংলাদেশের সবচেয়ে অবহেলিত উপজেলা।



