ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো টিয়া দেখেছ। কোথায়? গ্রামের ছোট জঙ্গলে কিংবা গাছের ডালে। অথবা দেখেছ উড়ে যেতে। বড় শহরের বন্ধুরা, কোথায় টিয়া দেখেছ? চিড়িয়াখানায় নিশ্চয়ই? শহরে গাছপালা কম। তাই পাখির সংখ্যাও কম। সাধারণত টিয়ার রঙ সবুজ, ঠোঁট লাল। অন্য রঙের টিয়াও কিন্তু আছে। এ পাখি পেয়ারা, মরিচ ও কাউন খেতে পছন্দ করে।
-লোপাশ্রী



