ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
(গত দিনের পর)
সাথে সাথে পানপাত্রটি দুধে পূর্ণ হয়ে যায়। সওদাগরপুত্র পানপাত্রটি মুখে নিয়ে চুমুক দেয়। পান করতে থাকে দুধ। এমন মিষ্টি দুধ যেন সে কখনো পান করেনি। পেট ভরে গেল তার। কিন্তু পানপাত্রে দুধের কমতি হলো না।
সে তার কুকুর ছানা ও বিড়াল ছানাকেও দুধ খাওয়াল। মন-প্রাণ ভরে গেল তাদের। দেহে তৃপ্তির আমেজ ছড়িয়ে পড়ল। তার মাথা এখন কাজ করতে শুরু করেছে। সে ভাবল, আচ্ছা, হাতের এই আংটির সাথে কথা বলে দেখি তো।
সওদাপুত্র এবার তার অনামিকা আঙুলে পরে থাকা আংটিকে বলে, ওহে আংটি, তুমি এতদিন ছিলে কার?
আংটি উত্তর দেয়, নাগরাজ ইন্দ্রাশার।
এখন কার?
এখন তোমার।
তুমি আমার যদি হয়ে থাকো, তা হলে, সামনের দিগন্ত বিস্তৃত এই সমতল ভূমিতে আমার জন্য একটি সুরম্য অট্টালিকা বানিয়ে দাও। (চলবে)



