নিজস্ব প্রতিবেদক
স্বীকৃতপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা। শর্ত সাপেক্ষে এ প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাদরাসা অনুবিভাগ) এস, এম, মাসুদুল হক জানান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির ফাইলে স্বাক্ষর হয়েছে বলে জেনেছি। ফাইল আমাদের কাছে আসার পর বিস্তারিত বলা যাবে। সূত্র আরো জানায় এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির ফাইল প্রধান উপদেষ্টার দফতরে পাঠানো হয়েছিল। এ ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন। এক্ষেত্রে বেশ কিছু শর্ত যুক্ত করে দেয়া হয়েছে।
এক হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রজ্ঞাপন কবে জারি হতে পারে এমন প্রশ্নের জবাবে মাদরাসা বিভাগের এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টার দফতর থেকে ফাইল শিক্ষা উপদেষ্টার দফতরে যাবে। এরপর তা আমাদের কাছে আসবে। শিক্ষা উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। আগামী ৭ নভেম্বর আসবেন। প্রধান উপদেষ্টার দফতর থেকে ফাইল আসার পর আমরা চেষ্টা করব দ্রুত প্রজ্ঞাপন জারি করার।
শিক্ষকদের আন্দোলন স্থগিত
এদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষকদের আন্দোলন স্থগিত করা হয়েছে। শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডেকে তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেছেন। ফলে আপাতত বিক্ষোভ মিছিল স্থগিত করা হয়েছে। তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের উপসচিব রাহাত মান্নান আন্দোলনে এসে নেতাদের সাথে প্রজ্ঞাপন দেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।
শিক্ষকরা আরো জানিয়েছন, মাদরাসা জাতীয়করণের ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমপিওভুক্ত পর্যায়ে আছে, যা প্রধান উপদেষ্টার সই হওয়ার পর এমপিওভুক্ত হবে। কিন্তু গত তিন মাস যাবৎ তা স্বাক্ষর না হওয়ায় শিক্ষকরা হতাশ। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য অতিদ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করার আহ্বান জানান তারা।
ইবতেদায়ি শিক্ষকদের পাঁচ দাবির মধ্যে রয়েছে অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমপিওভুক্তির জন্য যাচাই-বাছাই করা ফাইলগুলো দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ। স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করা। প্রাথমিক বিদ্যালয়ের অধিদফতরের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদফতর স্থাপন করা।
 


