ক্রীড়া ডেস্ক
ইনজুরি পিছু ছাড়ছে না স্প্যানিশ তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের। চোট সমস্যা বেড়েই চলেছে। পুরনো কুঁচকির সমস্যা ফিরে আসায় আবার মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। এতে মৌসুমের প্রথম কাসিকোতে তার খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি মাসের শেষ সপ্তাহে লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটিতে শেষ পর্যন্ত ইয়ামাল খেলতে না পারলে তা কাতালান কাবটির জন্য হবে অনেক বড় ধাক্কা।
বার্সেলোনার দাবি, গত মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে কুঁচকিতে কিছুটা সমস্যা নিয়ে জাতীয় দলে যোগ দেন ইয়ামাল। সেখানে দু’টি ম্যাচে খেলে তার চোট আরো বেড়ে যায়। এ জন্য বার্সেলোনার হয়ে গত চারটি ম্যাচ খেলতে পারেননি এই তরুণ তারকা। সেরে উঠে গত সপ্তাহান্তে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপে বদলি হিসেবে মাঠে ফেরেন ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার পিএসজির বিপে পুরোটা সময় খেললেও আবার পুরোনো চোট ফিরে এসেছে। সমস্যা হয়তো আরো বড়, গতকাল সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ হান্সি ফিকের কথায় তেমন শঙ্কার ইঙ্গিতই মিলল।
ফিক বলেন, ‘আমরা জানি না কবে সে ফিরবে এই চোট থেকে। এটা পেশির চোট নয়। সে দুই, তিন নাকি চার সপ্তাহে ফিরবে, আমরা জানি না। সে কাসিকোয় খেলতে পারবে কি না- সেটাও অনিশ্চিত। এখন সে পুনর্বাসন প্রক্রিয়ায় কাজ করবে। ধাপে ধাপে এগিয়ে যাবে। দেখা যাক- কতটা দ্রুত সে সুস্থ হয়ে ওঠে।’



