যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ

বাবার পর মারা গেল শিশু তানভীর

রাজধানীতে ৩ জনের লাশ উদ্ধার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় বাবার পর দগ্ধ শিশু মোহাম্মদ তানভীর (৯) জাতীয় বার্নে চিকিৎসা অবস্থায় মারা গেছে। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল। গতকাল সোমবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান জানান, জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সকাল ৭টার দিকে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় ছেলের বাবা তুহিন গত ২৪ সেপ্টেম্বর মারা যান।

এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কারাবন্দী ওবায়দুল হক আবু তাহের (৭৮) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা গেছেন। সোমবার চিকিৎসা অবস্থায় নতুন ভবনের নিউরো মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়। কারাগার সূত্র জানায়, গত ৩১ আগস্ট কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন; কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করানো হয়। গতকাল তার মৃত্যু হয়। নিহত ওবায়দুল হক কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী (কয়েদি) হিসেবে ছিলেন। এ দিকে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিউর রহমান (২৩) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে। তিনি শেখ ফরিদের সন্তান। বর্তমানে মতিঝিলের ফকিরাপুল এক নম্বর গলি এলাকায় থাকতেন।

অন্য দিকে রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ রিফাত (২৮) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়। সোমবার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মা ফাতেমা খাতুন জানান, আমার ছেলে পল্লবী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। বিকেল ৩টার দিকে পল্লবী থানার সামনে দিয়ে যাওয়ার সময় তিন থেকে চারজন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে আমার ছেলেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।