চৈত্রের তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ- তখন একদল মানুষ প্রশান্তির পরশ নিতে গোসলের জন্য নেমে এসেছে খালের স্বচ্ছ পানিতে। বলা হয়ে থাকে 'ধান নদী খাল, এই তিনে বরিশাল' এ যেন প্রবাদের বাস্তব প্রতিফলন। এমন দৃশ্য দেখে অনেকেরই মনে পড়বে দুরন্ত শৈশবের কথা।
গরমের স্বস্তি
এমন দৃশ্য দেখে অনেকেরই মনে পড়বে দুরন্ত শৈশবের কথা।
Location :
Barishal