গাজা যুদ্ধ বন্ধের আহ্বান পোপ লিওর

আমি অনুরোধ করছি, যেন সকল বন্দীদের ছেড়ে দেয়া হয়; একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হয় এবং ত্রাণ প্রবেশকে সহজতর করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
পোপ লিও চতুর্দশ
পোপ লিও চতুর্দশ |সংগৃহীত

গাজায় দুই বছরব্যাপী চলমান যুদ্ধ বন্ধের জোরালো আহ্বান জানিয়েছেন প্রথম মার্কিন পোপ লিও। এ সময় তিনি একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি, গাজায় বন্দীদের মুক্তি ও সেখানে ত্রাণসামগ্রী প্রবেশের অনুমতি দেয়ারও আহ্বান জানান।

ভ্যাটিক্যান সিটিতে সাপ্তাহিক নির্দেশনামূলক আলোচনার সময় পোপ বলেন, আমি আবারো জোরালো আহ্বান জানাই... এখনই এই যুদ্ধ বন্ধ করুন, যার কারণে পবিত্র ভূমিতে এতো সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ ও মৃত্যু ঘটছে।

তিনি আরো বলেন, আমি অনুরোধ করছি, যেন সকল বন্দীদের ছেড়ে দেয়া হয়; একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হয় এবং ত্রাণ প্রবেশকে সহজতর করা হয়।

এ সময় তিনি পূর্ণরূপে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলারও আহ্বান জানান।

সূত্র : আল জাজিরা