ভারতীয় চ্যানেল সম্প্রচার

‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা, সচিব এবং জনসংযোগ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় ক্ষতিকর চ্যানেল বাংলাদেশে সম্প্রচার বন্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি।’

মোহাম্মদ ইমাদ উদ্দীন

ভারতীয় কিছু টিভি চ্যানেল নাটক-সিরিয়ালে পারিবারিক বিরোধ, সামাজিক কূটচাল, দ্বন্দ্ব-সঙ্ঘাত, স্বামী-স্ত্রী, বউ-শাশুড়ির চুলোচুলি দেখিয়ে আমাদের সমাজকে কলুষিত করছে। সংস্কৃতির নামে হিন্দুত্ববাদী অপসংস্কৃতি প্রচার করে আসছে। এর ফাঁকে ফাঁকে পণ্যের বিজ্ঞাপন প্রচার করে বাংলাদেশে ভারতীয় পণ্যে সয়লাব করে দিচ্ছে। সচেতন নাগরিক সমাজ এগুলো বন্ধে বারবার প্রতিবাদ করার পরও সরকার কর্ণপাত করে না। ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই ভারতীয় একটি উগ্র চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ অন্তর্বর্তী সরকার নিয়ে নিয়মিত অপপ্রচার চালাচ্ছে। তারা প্রতিনিয়ত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে আসছে। এমনকি সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও গুজব ছড়াচ্ছে। বাংলাদেশে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়ে আসছে মুসলমানরা।

ভারতীয় সংবাদমাধ্যমে এসব খবর প্রকাশ করেনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা, সচিব এবং জনসংযোগ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় ক্ষতিকর চ্যানেল বাংলাদেশে সম্প্রচার বন্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি।

চন্দনাইশ, চট্টগ্রাম