বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় নৃবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিজ্ঞান শাখা, যা মানব সমাজ, সংস্কৃতি ও আচরণকে গভীরভাবে বিশ্লেষণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ একমাত্র প্রতিষ্ঠান যেখানে চার বছরের সম্মান (অনার্স) পর্যায়ে নৃবিজ্ঞান বিষয় চালু রয়েছে। বিষয়টি ১৯৯৯ সালে অত্র কলেজে খোলা হলেও আজ পর্যন্ত মাস্টার্স পর্যায়ের প্রোগ্রাম চালু করা হয়নি। প্রতিবছরই এখান থেকে অনার্সের ছাত্র-ছাত্রীরা পাশ করে বের হয়ে অন্য কোন কলেজে অন্য বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে, নৃবৈজ্ঞানিক জ্ঞানের পরিপূর্ণতাকে বাধাগ্রস্ত করে। তাছাড়া পেশাগত ক্ষেত্রেও এটি বিরূপ প্রভাব ফেলে। অনেক সময় শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বাধাগ্রস্ত হচ্ছে।
বিগত সময় কর্তৃপক্ষ মাস্টার্স প্রোগ্রাম খোলার আবেদন জাতীয় বিশ্ববিদ্যালযলে পাঠালেও আজ পর্যন্ত এ বিষয়ে আমরা কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে আমাদের আকুল আবেদন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে একটি ইতিবাচক পদক্ষেপ চাই যার মাধ্যমে আমরা নৃবিজ্ঞানের শিক্ষার্থীরা এই বিষয়েই মাস্টার্স প্রোগ্রাম সম্পন্ন করতে পারি।
নৃবিজ্ঞান একটি সময়োপযোগী, বিশ্লেষণভিত্তিক ও গবেষণামূলক বিষয়। বর্তমানে বাংলাদেশের সমাজে যে পরিবর্তন, বৈচিত্র্য ও সামাজিক সংকট আমরা প্রত্যক্ষ করছি, তা বুঝতে ও সমাধান খুঁজতে নৃবিজ্ঞান শিক্ষার গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই নৃবিজ্ঞান বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু করা সময়ের দাবি, শিক্ষার্থীদের মৌলিক অধিকার এবং উচ্চশিক্ষার উন্নয়নে এক জরুরি পদক্ষেপ।
আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর সুদৃষ্টি কামনা করছি, যাতে অবিলম্বে নৃবিজ্ঞান বিভাগে মাস্টার্স চালু হয় এবং উচ্চশিক্ষা গ্রহণের পথ শিক্ষার্থীদের জন্য সহজ ও সুগম হয়।
নৃবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে
মো: ইয়াসিন আরাফাত রাফি
সেশন : ১৯/২০
শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ
শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ