স্থানীয় সরকার নির্বাচন

জনগণ চায় আগে এমন প্রতিনিধিদের নির্বাচন, যাদের কাছে তারা সরাসরি জবাবদিহি নিশ্চিত করতে পারে। তাই জাতীয় নির্বাচন নয়, আগে দরকার স্থানীয় নির্বাচন।

সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। অপর দিকে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন চায়। কিন্তু এই রাজনৈতিক হিসাবের বাইরে রয়েছে জনগণের চাহিদা স্থানীয় সরকার নির্বাচন। বিশেষ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং উপজেলা পরিষদ নির্বাচন। জনগণের এই দাবিকে জোরালোভাবে তুলে ধরেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।

স্থানীয় সরকার নির্বাচন জনগণের অংশগ্রহণ ও বিশ্বাস অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। স্থানীয় সরকার নির্বাচন ব্যতীত জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আবহ সৃষ্টি হয় না। ভোটার তালিকা, নির্বাচনী প্রস্তুতি ও প্রশাসনিক সক্ষমতা যাচাই করার ক্ষেত্রেও স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ চায় আগে এমন প্রতিনিধিদের নির্বাচন, যাদের কাছে তারা সরাসরি জবাবদিহি নিশ্চিত করতে পারে। তাই জাতীয় নির্বাচন নয়, আগে দরকার স্থানীয় নির্বাচন।

মো: ইয়ামিন খান
ফরিদপুর
[email protected]