তেল আবিবের আকাশে প্যালেস্টাইন–২ : হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে ইয়েমেনি বাহিনীর চমক

এক অভিনব সামরিক অভিযানে ইসরাইলের মূল বিমানবন্দর লক্ষ্য করে হাইপারসনিক ‘প্যালেস্টাইন–২’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, এমনই দাবি করলেন বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি।

সৈয়দ মূসা রেজা
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি |সংগৃহীত

তেহরান থেকে বার্তাসংস্থা তাসনিমের আন্তর্জাতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ঝড় তুলে দিয়েছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র। এক অভিনব সামরিক অভিযানে ইসরাইলের মূল বিমানবন্দর লক্ষ্য করে হাইপারসনিক ‘প্যালেস্টাইন–২’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, এমনই দাবি করলেন বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি। বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের মানুষ কখনোই গাজাকে একা ফেলে যাবে না।

এই ঘোষণাটি এসেছে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে সম্প্রতি দেয়া এক গুরুত্বপূর্ণ বিবৃতির মাধ্যমে, যা সানা শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভের মাঝেই পাঠ করেন মুখপাত্র সারি। তিনি জানান, ‘আল্লাহর সহায়তায় আমরা সফলভাবে অভিযানটি সম্পন্ন করেছি। ইসরাইলের দখল করা ইয়াফা (তেল আবিব) শহরের লোদ বিমানবন্দর, যেটি এখন বেন গুরিয়ন বিমানবন্দর নামে পরিচিত, সেখানে লক্ষ্যভেদ করেছে আমাদের প্যালেস্টাইন–২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।’

এই মিসাইল হামলার ফলে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। চার মিলিয়নেরও বেশি ইসরাইলি নাগরিক আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হন, এবং সাময়িকভাবে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মুখপাত্র সারি আরো বলেন, ‘আমরা শত্রুর সব গতিবিধি ও ষড়যন্ত্র গভীর নজরে রাখছি, বিশেষ করে যারা ইয়েমেনি ফ্রন্টকে থামিয়ে দিতে চায়।’

তিনি সতর্ক করেনম, ‘আমরা এবং আমাদের লড়াকু জাতির সব স্বাধীনতাকামী মানুষ সদা প্রস্তুত, সতর্ক ও আত্মবিশ্বাসী- আল্লাহর সহায়তায় আমরা শত্রুকে প্রতিহত করবই।’ সানা শহরের বিক্ষোভেও একই সুর শোনা গেছে। লাখো মানুষ ‘গাজা কখনো একা হবে না’ শ্লোগান তুলে জানিয়ে দেয়, ফিলিস্তিনিদের পাশে আছে ইয়েমেনের সাধারণ মানুষ।

মুখপাত্র সারির ঘোষণা স্পষ্ট করে দেয়, এই হামলা প্রতীকী নয়, বরং কৌশলগত। আর এমন অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন ও অবরোধ সম্পূর্ণভাবে শেষ হয়।

এই ঘটনার মধ্য দিয়ে আবারো বিশ্বকে মনে করিয়ে দিল ইয়েমেনি জনগণ ও সেনাবাহিনী- ফিলিস্তিনের প্রতি তাদের প্রতিশ্রুতি কেবল মুখের কথা নয়, তা বাস্তব মাটি ছোঁয়া দৃঢ় প্রতিরোধ।