অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ ‘মানাসলু’ অভিযানে যাচ্ছেন বাংলাদেশী তমাল

এর আগে, তমাল ৫,০০০ থেকে ৬,০০০ মিটারের সাতটি ও ৬,৫০০ মিটারের উপরে দু’টি শৃঙ্গ জয় করেছেন। প্রথম বাংলাদেশী হিসেবে শীতকালীন থার্পু চুল্লি ও ভাগীরথী-২ ছাড়াও তিনি জয় করেছেন পৃথিবীর অন্যতম কঠিন শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার)।

আহমেদ ফয়সাল
অল্টিচিউড হান্টার বিডি মাউন্টেইনিয়ারিং ক্লাব আয়োজিত অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেয়া হয়
অল্টিচিউড হান্টার বিডি মাউন্টেইনিয়ারিং ক্লাব আয়োজিত অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেয়া হয় |নয়া দিগন্ত

হিমালয়ে অবস্থিত পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ ‘মানাসলু’ অভিযানে যাচ্ছেন বাংলাদেশী পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল।

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে যাত্রা শুরু করবেন তিনি এবং ৪০ দিনের মধ্যে নেপালের পশ্চিম-মধ্য হিমালয়ের মানসিরি হিমাল রেঞ্জের ‘মানাসলু’ পর্বতের সর্বোচ্চ শিখরে (৮১৬৩মিটার) লাল-সবুজের পতাকা উত্তোলনের লক্ষ্য নিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অল্টিচিউড হান্টার বিডি মাউন্টেইনিয়ারিং ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

এ সময় তৌফিক আহমেদ তমালের হাতে তুলে দেয়া হয় জাতীয় পতাকা।

পর্বতারোহণ প্রশিক্ষক ও চলচ্চিত্র গবেষক মীর শামসুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন বাংলার ট্রেকার এক্সপ্লোরেশনের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন এবং রোপ৪ আউটডোর এডুকেশনের প্রতিষ্ঠাতা ও পর্বতারোহণ প্রশিক্ষক মহিউদ্দিন মাহি।

তৌফিক তমালকে শুভেচ্ছা জানিয়ে নিশাত মজুমদার বলেন, ‘নিজের পৃষ্ঠপোষকতায় এই প্রথম কেউ ৮০০০ মিটার পর্বত আরোহণ করতে যাচ্ছে। এটা সহজ না, অনেকেই স্পনসরের অভাবে যেতে পারে না, তমাল তাদের দেখিয়ে দিচ্ছে। ইচ্ছা এবং চেষ্টা থাকলে সব সম্ভব। মানাসলু অনেক কঠিন একটি জার্নি। এখন পর্যন্ত অনেকেই চেষ্টা করেছে তবে সফল হতে পারেনি। তমালের জন্য অনেক অনেক শুভ কামনা রইল।’

তৌফিক আহমেদ তমাল ১৪ বছরের বেশি সময় ধরে দেশের পাহাড় ও হিমালয়ে নিয়মিত ট্রেকিং ও আরোহণ কার্যক্রম চালিয়ে আসছেন। হিমালয়ে বছরের বেশিভাগ সময় অতি উচ্চতার ট্রেক আয়োজনের পাশাপাশি দেশে ক্লাইম্বিং ইন্সট্রাকটর হিসেবেও কাজ করেন।

তমাল ভারতের নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেইনিয়ারিং থেকে পর্বতারোহণের মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণ এবং রক ক্লাইম্বিংয়ের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এর আগে, তিনি ৫,০০০ থেকে ৬,০০০ মিটারের সাতটি ও ৬,৫০০ মিটারের উপরে দু’টি শৃঙ্গ জয় করেছেন। প্রথম বাংলাদেশী হিসেবে শীতকালীন থার্পু চুল্লি এবং পদ্মা নদীর উৎস পর্বত ভাগীরথী-২ (৬৫১২ মিটার) আরোহণ তার সাফল্যের মধ্যে অন্যতম। এছাড়া ২০২৪ সালে তিনি পৃথিবীর অন্যতম কঠিন শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) জয় করেন।

তার এবারের অভিযান তত্ত্বাবধানে রয়েছে অল্টিটিউড হান্টার বিডি মাউন্টেইনিয়ারিং ক্লাব, যার তিনি একজন সদস্য।

অনুষ্ঠানে দেশের সম্ভাবনাময় পর্বতারোহী, ট্রেকার, ভ্রমণপ্রেমী এবং বিভিন্ন মাউন্টেনিয়ারিং ক্লাব ও ভ্রমণ সংগঠকেরা উপস্থিত ছিলেন।