নেপালের হিমলুং হিমাল শৃঙ্গে অস্ট্রেলিয়ান পর্বতারোহীর মৃত্যু

নেপালের ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমাল শৃঙ্গে আরোহণের সময় অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ান পর্বতারোহী চিন-তারক চান (৪৯) মারা গেছেন।

নয়া দিগন্ত অনলাইন
চিন-তারক চান
চিন-তারক চান |সংগৃহীত

নেপালের ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমাল শৃঙ্গে আরোহণের চেষ্টাকালে এক অস্ট্রেলিয়ান পর্বতারোহীর মৃত্যু হয়েছে।

আজ রোববার পর্যটন কর্মকর্তারা এ তথ্য জানান। ৪৯ বছর বয়সী চিন-তারক চান গত ২৯ অক্টোবর তিব্বত সীমান্তের কাছে পর্বতটিতে আরোহণের সময় অসুস্থ হয়ে পড়েন।

পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম জানান, ৬ হাজার ১০০ মিটার উচ্চতায় চিন-তারকের মৃত্যু হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে।

গৌতম আরো বলেন, ‘ক্যাম্প ৩ থেকে তার লাশ ক্যাম্প ২-এ আনার চেষ্টা করা হচ্ছে। তার লাশ হেলিকপ্টারে করে কাঠমাণ্ডুতে ফিরিয়ে আনা হবে। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।’

৮কে এক্সপিডিশনস-এর ব্যবস্থাপনা পরিচালক লাকপা শেরপা বলেন, চ্যান গত বছরও হিমলুং-এ আরোহণের চেষ্টা করেছিলেন। লাকপার কোম্পানির মাধ্যমে অস্ট্রেলিয়ান এই পর্বত আরোহণের চেষ্টা করেছিলেন তিনি।

লাকপা শেরপা বলেন, স্বাস্থ্যগত কারণে তিনি সেখানে যেতে পারেননি।

অভিযান সংস্থাটি জানিয়েছে, চানের লাশ কাঠমাণ্ডু ফিরিয়ে আনার জন্য তারা পরিবারের সদস্যদের ও অস্ট্রেলিয়ান দূতাবাসের সাথে সমন্বয় করা হচ্ছে।

অন্নপূর্ণা ও মানাসলু পর্বতমালার উত্তর-পূর্বে হিমলুং হিমাল অবস্থিত। শরৎ মৌসুমে প্রায় ৪০০ আরোহী পর্বতটিতে আরোহণ করেন। সাধারণত আগস্টের শেষ থেকে নভেম্বর পর্যন্ত এ আরোহণ চলে।

গত মাসে একজন ফরাসি ও একজন দক্ষিণ কোরীয় পর্বতারোহী মাউন্ট আমা দাবলাম অভিযানের সময় মারা যান।

মাউন্ট এভারেস্টসহ বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের আটটির অবস্থানের দেশ নেপাল প্রতি বছর কয়েক শ’ পর্বতারোহীকে স্বাগত জানায়।

সূত্র : বাসস