প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বাড়াতে আগামী দু’বছরের জন্য হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল।
মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নেপালের পর্যটন বিভাগ উল্লেখ করেছে, তারা আশা করছে এই উদ্যোগ দেশের ‘অনাবিষ্কৃত পর্যটনস্থল’ মানুষের কাছে তুলে ধরবে।
এদিকে, সেপ্টেম্বর থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য পারমিট ফি বেড়ে ১৫ হাজার ডলার (১১ হাজার ১৭০ পাউন্ড) হবে, যা প্রায় এক দশকের মধ্যে প্রথম বৃদ্ধি।
পর্বতারোহণ নেপালের জন্য একটি উল্লেখযোগ্য রাজস্ব উৎস, যেখানে বিশ্বের ১০টি উচ্চতম পর্বতের মধ্যে আটটি অবস্থিত। গত বছর আরোহণ ফি বাবদ ৫ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করেছে নেপাল, যার তিন-চতুর্থাংশেরও বেশি এভারেস্ট থেকে এসেছে।
যেসব শৃঙ্গের জন্য ফি মওকুফ করা হবে সেগুলো নেপালের কর্নালি এবং সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত, যার উচ্চতা পাঁচ হাজার ৯৭০ মিটার (১৯ হাজার ৫৯০ ফুট) থেকে সাতহাজার ১৩২ মিটারের মধ্যে। দু’টি অঞ্চলই নেপালের অন্যতম দরিদ্র ও স্বল্পোন্নত প্রদেশগুলো মধ্যে পড়ে।
নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম বলেন, ‘মনোমুগ্ধকর সৌন্দর্য সত্ত্বেও এসবচূড়ায় পর্যটক এবং পর্বতারোহীদের সংখ্যা খুবই কম। কারণ এখানে যাওয়াও খুব কঠিন। আমরা আশা করি, নতুন বিধানটি সাহায্য করবে।’
সূত্র : বিবিসি