ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো মন্তব্য করেছিলেন, তিনি তার ২০২৫ সালের নোবেল পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে পারেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, মাচোদাকে দেয়া শান্তি পুরস্কার হস্তান্তর করা যাবে না।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে বলা হয়, একবার কোনো নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার, ভাগাভাগি বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। সিদ্ধান্তটি চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকে।
এর আগে, ২০২৫ সালে ভেনিজুয়েলায় গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং কর্তৃত্ববাদী শাসন থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তর করার প্রচেষ্টার জন্য মাচাদোকে এই পুরস্কার দেয়া হয়।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, যুক্তরাষ্ট্র তাদের দেশে যে অভিযান চালিয়েছে তার জন্য ট্রাম্পের কাছে পুরস্কারটি হস্তান্তর করা ভেনিজুয়েলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতার নিদর্শন হবে।
মাচাদো যদি পুরস্কারটি দিতে চান তাহলে তা গ্রহণ করবেন কি-না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি তিনি তা করতে চান। সেটা হবে এক বড় সম্মান।’
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



