শান্তি প্রস্তাবের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা

রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত একজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার ভোরে শহরের বিভিন্ন আবাসিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

নয়া দিগন্ত অনলাইন
রুশ ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষতিগ্রস্ত ভবন
রুশ ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত

রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত একজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার ভোরে শহরের বিভিন্ন আবাসিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, আহতদের মধ্যে ১৩ বছর বয়সী একটি শিশুও রয়েছে এবং চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, রাজধানীর উপকণ্ঠে একাধিক স্থানে হামলা হয়েছে। স্ভিয়াতোশিনস্কি জেলায় ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

কিয়েভের পূর্বদিকে ব্রোভারি শহরে দুই নারী আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর জানান, সেখানে আবাসিক অঞ্চলে “মিসাইল ও ড্রোন” আঘাত হানে। কিয়েভ সিটি সেন্টারের পশ্চিমাংশে একটি উঁচু ভবনের নিচতলায় আগুন লাগে, আর শহরের কেন্দ্রীয় এলাকায় আরেকটি আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সপ্তাহের শুরুতে কিয়েভে একই ধরনের হামলায় সাতজন নিহত হন, আর রাশিয়ার রোস্তভ অঞ্চলে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এই হামলা এমন সময়ে ঘটল, যখন সংশোধিত মার্কিন শান্তি-প্রস্তাব নিয়ে আলোচনা করতে ইউক্রেনীয় প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল। প্রস্তাবটি প্রথমে মস্কোর দাবির প্রতি অতিমাত্রায় ঝুঁকে থাকার অভিযোগে সমালোচিত হয়, তবে জেনেভায় আলোচনার পর এতে পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পূর্বের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনের সেনারা মস্কো-দাবিকৃত অঞ্চলগুলো থেকে সরে এলে তবেই রাশিয়া আক্রমণ বন্ধ করবে। তিনি আরও জানান, আগামী সপ্তাহের প্রথম দিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফসহ একটি প্রতিনিধি দল মস্কো সফর করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, জেনেভায় চুক্ত হওয়া বিষয়গুলোকে “শান্তির পথ ও নিরাপত্তা নিশ্চয়তা”র উপযোগী রূপ দিতে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আবারও বৈঠক করবেন।