বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার ২০২৫ আজ শুক্রবার ঘোষণা করা হবে। বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে এ বছরের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
এবারের শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ব্যক্তিদের মধ্যে রয়েছেন। একাধিক যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়ে ট্রাম্প বলেছেন, এই পুরস্কার তার প্রাপ্য।
তবে পর্যবেক্ষকরা বলছেন, তার ১২৪ বছরের পুরনো এই পুরস্কার জেতার সম্ভাবনা ক্ষীণ। সম্ভাব্যদের তালিকায় রয়েছে সুদানের ইমারজেন্সি রেসপন্স রুমস ও কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস।
পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো (পিআরআইও)-এর পিআরআইও নিনা গ্রেগার বলেন, সুদানের ইমারজেন্সি রেসপন্স রুমস ও কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এই বছরের মর্যাদাপূর্ণ পুরস্কার জেতার জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে।
গ্রেগার বলেন, ‘ইমারজেন্সি রেসপন্স রুমসের মতো একটি যোগ্য মানবিক উদ্যোগকে এই বছরের শান্তি পুরস্কার প্রদানের মাধ্যমে সংঘাতের সময়ে জীবন রক্ষাকারী সহায়তার গুরুত্ব এবং মানবতার সেবায় সাধারণ নাগরিকদের শক্তি তুলে ধরা হবে।’
তিনি সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সিপিজের ভূমিকাও তুলে ধরে বলেন, ‘যখন মুক্ত সংবাদমাধ্যম আক্রমণের সম্মুখীন হচ্ছে, তখন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসকে নোবেল শান্তি পুরস্কার প্রদান একটি শক্তিশালী বার্তা দেবে যে সাংবাদিকদের বিশ্বকে অবহিত করতে বাধা দেয়া হলে শান্তি ও গণতন্ত্র বিপন্ন হবে।’
গ্রেগারের মতে, গাজায় ইসরাইলি যুদ্ধ বন্ধের জন্য সাম্প্রতিক প্রচেষ্টা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের এই বছরের নোবেল শান্তি পুরস্কার জেতার সম্ভাবনা কম।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি এই বছরের শান্তি পুরস্কার দেয়া হয়, তাহলে আমি অবাক হব। কারণ তিনি এখনো শান্তিতে যথেষ্ট অবদান রাখেননি।’
তিনি উল্লেখ করেন, ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধে তার প্রচেষ্টার জন্য কৃতিত্বের দাবিদার। তবে ট্রাম্পের শান্তি প্রস্তাব বাস্তবায়িত হবে কি-না এবং স্থায়ী শান্তির দিকে পরিচালিত করবে কি-না তা এখনো স্পষ্ট নয়।
ট্রাম্পের দাবি, তিনি ছয় থেকে সাতটি যুদ্ধের সমাধান করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যানটি অতিরঞ্জিত। এছাড়াও তার দ্বিতীয় মেয়াদের প্রথম নয় মাসে ইরান ও ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, সোমালিয়ায় ড্রোন হামলা তীব্র করেছে এবং ক্যারিবিয়ান অঞ্চলে নৌকাগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে।
গ্রেগার বলেন, নোবেল কমিটি সাধারণত মনোনীতদের শান্তি প্রচেষ্টার সমষ্টি মূল্যায়ন করে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ট্রাম্পের সরে আসা, ন্যাটো মিত্র ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা, সেইসাথে তার নিজের দেশের মধ্যে মৌলিক গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন নোবেল শান্তি পুরস্কারের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
সূত্র : আল জাজিরা