চীনের ফেন্টানিল সংশ্লিষ্ট শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর

ট্রাম্প ও শি’র বৈঠককালে চীন প্রতিশ্রুতি দিয়েছে, সিন্থেটিক মাদক ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিকগুলোর আমদানি ও রফতানি সীমিত করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৪ নভেম্বর) চীনা পণ্যের ওপর ফেন্টানিল সংশ্লিষ্ট শুল্ক কমানোর আদেশে স্বাক্ষর করেছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের প্রথম মুখোমুখি আলোচনার পর, তার চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, চলতি বছর প্রেসিডেন্ট হিসেবে আবারো দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প অভিযোগ করেন, ফেন্টানিল সরবরাহে চীনের ভূমিকা রয়েছে। ফলে তিনি চীন থেকে আসা পণ্যের ওপর ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেন।

তবে, গত মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প ও শি’র বৈঠককালে চীন প্রতিশ্রুতি দিয়েছে, সিন্থেটিক মাদক ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত ‘প্রিকার্সর’ (উৎপাদনের মূল উপাদান) রাসায়নিকগুলোর আমদানি ও রফতানি সীমিত করা হবে।

ওয়াশিংটনও প্রতিশ্রুতি দিয়েছে, তারা চীনা আমদানির ওপর অতিরিক্ত শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে। যা ১০ নভেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার ট্রাম্পের একটি আদেশ চুক্তির কাঠামোকে আনুষ্ঠানিকতা দিয়েছে। যদিও এই চুক্তির অধীনে চীনের সম্মতি পর্যবেক্ষণ করা হবে।

শি জিনপিংয়ের সাথে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের পর ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত পারস্পারিক শুল্ক স্থগিত করা হয়েছে। চুক্তিটি উভয় দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমানোর একটি বড় পদক্ষেপ।

সূত্র : বাসস