অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই শেলহারবার বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ভূমিতে বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় যা ফায়ার অ্যান্ড রেসকিউ-এর কর্মীরা নিভিয়ে ফেলে। তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের ওয়েবসাইটে দুর্ঘটনাস্থলের আকাশ ফুটেজে রানওয়েতে বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো তদন্ত শুরু করেছে।
সূত্র : রয়টার্স