ফিলিস্তিনি লেখককে বাদ দেয়ায় অস্ট্রেলীয় লেখক উৎসবের পরিচালকের পদত্যাগ

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় লেখক উৎসবের পরিচালক লুইস অ্যাডলার ফিলিস্তিনি লেখক রান্ডা আবদেল-ফাত্তাহকে বাদ দেয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন; সিদ্ধান্তের কারণে প্রায় ১৮০ জন শিল্পী ও অংশগ্রহণকারী উৎসব বয়কট করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
রাইটার্স উইকের পরিচালক লুইস অ্যাডলার তার পদ ছেড়ে দিয়েছেন
রাইটার্স উইকের পরিচালক লুইস অ্যাডলার তার পদ ছেড়ে দিয়েছেন |সংগৃহীত

ফিলিস্তিনি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখকের অংশগ্রহণ বাতিলের প্রতিবাদে দেশটির শীর্ষস্থানীয় লেখক উৎসবের পরিচালক পদত্যাগ করেছেন।

অ্যাডিলেড ফেস্টিভ্যালের বোর্ড ফিলিস্তিনি অস্ট্রেলিয়ান লেখক রান্ডা আবদেল-ফাত্তাহর অংশগ্রহণ বাতিল করার পর মঙ্গলবার রাইটার্স উইকের পরিচালক লুইস অ্যাডলার তার পদ ছাড়েন।

এই সিদ্ধান্তের প্রতিবাদে সাবেক নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ বহু লেখক ও অংশগ্রহণকারী উৎসবটি বয়কট করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে উৎসবের একজন মুখপাত্র জানান, এ পর্যন্ত প্রায় ১৮০ জন শিল্পী ও অংশগ্রহণকারী তাদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিয়েছেন।

এদিকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে লুইস অ্যাডলার বলেন, ইসরাইলপন্থী লবিগুলোর ‘ভয়াবহ ও দমনমূলক চাপ’ এই পরিস্থিতির জন্য দায়ী।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি লেখেন, শিল্পকলাকে এখন ‘অনিরাপদ’ হিসেবে আখ্যা দেয়া হচ্ছে এবং শিল্পীদের সমাজের মানসিক সুস্থতার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরো লেখেন, ‘বিষয়টি স্পষ্ট করা দরকার-বারবার ‘নিরাপত্তা’র কথা তোলা আসলে একটি ছুতো। এর মানে হলো, আমি তোমার মতামত শুনতে চাই না।’ এক্ষেত্রে দেখা যাচ্ছে, সেই ‘নিরাপত্তা’র যুক্তি কেবল এক ফিলিস্তিনি আমন্ত্রিত অতিথির ক্ষেত্রেই প্রযোজ্য করা হয়েছে।

গত সপ্তাহে উৎসবের আয়োজকরা রান্ডা আবদেল-ফাত্তাহকে জানায়, তার অংশগ্রহণ নিয়ে কর্তৃপক্ষ আর এগোতে চায় না। সেই থেকেই বিশ্বজুড়ে শিল্পীদের আকর্ষণ করা অস্ট্রেলিয়ার শীর্ষ বার্ষিক সাংস্কৃতিক এই আয়োজনটি নিয়ে বিতর্ক শুরু হয়।

অ্যাডলার জানান, তার প্রবল আপত্তি সত্ত্বেও এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

এর আগে আবদেল-ফাত্তাহর কিছু মন্তব্য নিয়ে সমালোচনা হয়। এর মধ্যে ২০২৪ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি পোস্ট উল্লেখযোগ্য। সেখানে তিনি লেখেন, ‘লক্ষ্য হলো উপনিবেশমুক্তি এবং এই হত্যাকারী জায়নবাদী উপনিবেশের অবসান।’

উৎসব বোর্ড জানায়, গত ১৪ ডিসেম্বর বন্ডি বিচে একটি ইহুদি উৎসবে গুলিবর্ষণের ঘটনায় ১৫ জন নিহত হয়। এতে তারা ‘স্তম্ভিত ও গভীরভাবে মর্মাহত’। তাদের দাবি, আবদেল-ফাত্তাহকে বাদ দেয়ার সিদ্ধান্ত হালকাভাবে নেয়া হয়নি।

তবে আবদেল-ফাত্তাহ এ সিদ্ধান্তকে ‘স্পষ্ট ও নির্লজ্জ ফিলিস্তিনবিরোধী বর্ণবাদ’ বলে আখ্যা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, বন্ডির হত্যাকাণ্ডের সাথে তাকে জড়িয়ে দেয়ার এটি একটি ‘ঘৃণ্য চেষ্টা’।

সূত্র : বাসস