অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি সমুদ্র সৈকতে দুই বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৪০ জন। রোববার (১৪ ডিসেম্বর) নিউ সাউথ ওয়েলস পুলিশ এসব তথ্য জানিয়েছে।
পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানিয়েছে, ‘আরো তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।’
নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন একে ‘একটি সন্ত্রাসী হামলা’ বলে ঘোষণা করেছেন। এদিকে নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিনস বলেছেন, ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের এক বিবৃতি অনুসারে, দুই বন্দুকধারীর মধ্যে একজন নিহত হয়েছেন। দ্বিতীয় সন্দেহভাজন বন্দুকধারীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন।
বন্ডি বিচ অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি। যখন এই গুলির ঘটনা ঘটেছে, তখন বন্ডি বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কাহর প্রথম দিনের অনুষ্ঠান চলছিল।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



