অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে ২ পুলিশ কর্মকর্তা নিহত

ভিক্টোরিয়ার পুলিশ পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গোলাগুলি এখনো চলছে। গোলাগুলি বন্ধ হলে আরো তথ্য জানা যাবে।’

নয়া দিগন্ত অনলাইন

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের একটি গ্রামাঞ্চলে মঙ্গলবার (২৬ আগস্ট) এক গোলাগুলির ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো একজন আহত হয়েছেন। দেশটির পুলিশ ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পুলিশ হতাহতের বিষয়ে কোনো বিবরণ দেয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

তবে সরকারি সম্প্রচারক এবিসিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষে দুই পুলিশ নিহত এবং একজন আহত হয়েছেন। বন্দুকধারী এখনো পলাতক রয়েছে।

পুলিশ ও গণমাধ্যম জানিয়েছে, উত্তর-পূর্ব ভিক্টোরিয়ার একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত পোরেপুঙ্কাহে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভিক্টোরিয়ার পুলিশ পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গোলাগুলি এখনো চলছে। গোলাগুলি বন্ধ হলে আরো তথ্য জানা যাবে। আমরা জনগণকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছি।’

স্থানীয় সংবাদমাধ্যম দ্য এইজ জানিয়েছে, যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে একটি পরোয়ানা কার্যকর করার জন্য পুলিশ সেখানে গিয়েছিল। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

সূত্র : বাসস