অস্ত্র আইন আরো কঠোর করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

আলবানিজ বলেন, ‘অস্ট্রেলিয়ান সরকার প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এর মধ্যে কঠোর বন্দুক আইনের প্রয়োজনীয়তাও রয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ |সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ বন্দুক হামলার পর দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার (১৫ ডিসেম্বর) বলেছেন, তিনি আজ বিকেলে মন্ত্রিসভায় বন্দুক আইন আরো কঠোর করার বিষয়ে আলোচনা করবেন।

এর আগে, রোববার বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদি উৎসব চলাকালে দুই বন্দুকধারীর গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ সময় দুই বন্দুকধারীর একজনও নিহত হয়েছেন। এছাড়াও ৪২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন ওই দুই বন্দুকধারী বাবা ও ছেলে। তদন্তকারীরা আর কোনো সন্দেহভাজনকে খুঁজছেন না। ঘটনাস্থলেই বাবা নিহত হন। অন্যদিকে তার ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আলবানিজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ট্রেলিয়ান সরকার প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এর মধ্যে কঠোর বন্দুক আইনের প্রয়োজনীয়তাও রয়েছে।’

তিনি বলেন, কঠোর অস্ত্র আইনের অ্যাজেন্ডায় ব্যবহৃত বা লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের সংখ্যার সীমা নির্ধারণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে। লাইসেন্সগুলো চিরস্থায়ী হওয়া উচিত নয়।’

নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিনসও বলেছেন, গত রাতের হামলার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে অস্ত্র আইন পরিবর্তন করা দরকার।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের তথ্য অনুযায়ী, এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এর জন্য আইন প্রণয়নের প্রয়োজন। এর অর্থ হলো সংসদে একটি বিল পেশ করা, যাতে সচরাচর ব্যবহৃত হয় না এমন ভয়াবহ অস্ত্রগুলো পাওয়া আরো কঠিন হয়ে পড়ে।’

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি