অস্ট্রেলিয়ায় দাবানলে ৪০টি বাড়ি পুড়ে ছাই, দমকল কর্মী নিহত

নিউ সাউথ ওয়েলসের ৫২টি স্থানে সোমবার দাবানলের খবর পাওয়া গেছে। যার নয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

নয়া দিগন্ত অনলাইন
পুড়ে যাওয়া বাড়িঘরে পানি দিচ্ছেন দমকল কর্মীরা
পুড়ে যাওয়া বাড়িঘরে পানি দিচ্ছেন দমকল কর্মীরা |সংগৃহীত

অস্ট্রেলিয়ার দুই অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ৪০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে নিউ সাউথ ওয়েলসে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কমিশনার ট্রেন্ট কার্টিন জানান, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বুলাহডেলা শহরের কাছে রোববার (৭ ডিসেম্বর) রাতে আগুন নেভানোর সময় ৫৯ বছর বয়সী ওই ফায়ার ফাইটারের ওপর গাছ ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। তবে তাকে চিকিৎসা দিয়েও বাঁচানো যায়নি।

রোববারে লাগা ওই আগুনে সাড়ে তিন হাজার হেক্টর বনভূমি এবং চারটি বাড়ি পুড়ে গেছে। কার্টিন বলেন, দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের আরো কয়েক দিন কাজ চালিয়ে যেতে হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, স্থানীয় সময় সোমবার নিউ সাউথ ওয়েলসের ৫২টি স্থানে দাবানল জ্বলছিল। যার নয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রোববার এই অঙ্গরাজ্যে মোট ২০টি বাড়ি পুড়ে গেছে বলে জানান কার্টিন।

এছাড়া দ্বীপ অঙ্গরাজ্য তাসমানিয়ার উপকূলীয় এলাকা ডলফিন স্যান্ডসে দাবানলে ১৯টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার কর্মকর্তা ডিক শ।

তিনি জানান, সোমবার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ওই এলাকার প্রধান সড়কটি বন্ধ রয়েছে এবং এখনো বাসিন্দাদের ঘরে ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি হয়নি।

সূত্র : ইউএনবি