অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে বন্দুক হামলা চালিয়েছেন বাবা-ছেলে

পুলিশ বলছে, বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপন শুরু উপলক্ষ্যে চলা অনুষ্ঠানে হামলাটি হয়েছে এবং তারা এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করছে।

নয়া দিগন্ত অনলাইন
ওই ঘটনার পর ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে
ওই ঘটনার পর ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে |সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে রোববার ইহুদিদের উৎসব চলাকালে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, বাবা ও ছেলে মিলে এ হামলা করেছে।

এর মধ্যে ৫০ বছর বয়সী ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন এবং তিনি একটি ‘গান ক্লাবের’ সদস্য ছিলেন। তার অস্ত্র রাখার লাইসেন্স ছিল। অন্যদিকে তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

তবে তারা অস্ট্রেলিয়ার নাগরিক কি না সে বিষয়ে পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন নিউ সাউথ ওয়েলস পুলিশের সংবাদ সম্মেলনে স্পষ্ট করে কিছু বলেননি। ওই দুই বন্দুকধারীর গুলিতে ১০ বছর বয়সী একটি মেয়েসহ মোট ১৫ জন নিহত হয়েছে। তাদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।

পুলিশ বলছে, বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপন শুরু উপলক্ষ্যে চলা অনুষ্ঠানে হামলাটি হয়েছে এবং তারা এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ হামলাকে সম্পূর্ণ নৃশংস ঘটনা উল্লেখ করে বলেছেন, এতে ইহুদি সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বন্ডাই বিচের হামলাকারীদের মধ্যে যিনি বয়স্ক তিনি বিনোদনমূলক শিকারের জন্য অস্ত্র রাখার লাইসেন্স পাওয়ার যোগ্য ছিলেন। পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন বলেছেন, ওই ব্যক্তির কাছে ‘ক্যাটাগরি এবি লাইসেন্স’ ছিলো। যা ওই ব্যক্তিকে লং আর্মস রাখার অধিকার দেয়। ২০১৫ সাল থেকেই এই লাইসেন্স তার ছিল।

বিশ্বের সবচেয়ে কঠিন ‘গান ল’ বা বন্দুক সম্পর্কিত আইন থাকার কারণে অস্ট্রেলিয়ানরা তাদের দেশকে নিরাপদ বলে গর্ব করে থাকে। মূলত ১৯৯৬ সালে পোর্ট আর্থার গণহত্যার ঘটনার পর ব্যক্তিগত মালিকানাধীন অস্ত্র বিশেষ করে অটোমেটেড অস্ত্রের বিষয়ে আইনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়। তাসমানিয়ার ওই ঘটনায় তখন ৩৫ জন নিহত হয়েছিল।

সূত্র : বিবিসি