ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালানো এক ইসরাইলি অনলাইন অ্যাক্টিভিস্টের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটি জানিয়েছে, তারা ঘৃণা ছড়াতে আসা দর্শনার্থীদের গ্রহণ করবে না।
স্যামি ইয়াহুদ নামের ওই অনলাইন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামকে ‘জঘন্য মতাদর্শ’ বলে মন্তব্য করেছিলেন।
তিনি জানান, সোমবার ইসরাইল থেকে তার ফ্লাইট ছাড়ার মাত্র তিন ঘণ্টা আগে তার ভিসা বাতিল করা হয়।
তবুও ইয়াহুদ ফ্লাইটে আবুধাবি পর্যন্ত যান। তবে সেখানে পৌঁছে অস্ট্রেলিয়াগামী সংযোগ ফ্লাইটে উঠতে তাকে বাধা দেয়া হয়।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে লিখেছেন, ‘এটি হচ্ছে অত্যাচার, সেন্সরশিপ ও নিয়ন্ত্রণের একটি গল্প।’
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, যারা অস্ট্রেলিয়া ভ্রমণ করতে চান, তাদের সঠিক ভিসার জন্য আবেদন করতে হবে এবং সঠিক উদ্দেশ্য নিয়েই আসতে হবে।
তিনি বলেন, ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে কোনোভাবেই এখানে আসা যুক্তিসংগত কারণ হতে পারে না।’
গত মাসে সিডনির বন্ডাই বিচে হনুকা উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১৪ ডিসেম্বর সংঘটিত ভয়াবহ গণগুলিবর্ষণের পর অস্ট্রেলিয়া তার ঘৃণাজনিত অপরাধবিরোধী আইন আরো কঠোর করেছে। ওই হামলায় ১৫ জন নিহত হন।
অতীতে ঘৃণার ভিত্তিতে মানুষের ভিসা প্রত্যাখ্যান করার জন্য যে আইন ব্যবহার করা হয়েছিল, সেই একই আইনের অধীনে ইয়াহুদের ভিসা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র : এএফপি



