ফিলিস্তিন রাষ্ট্রকে নিউজিল্যান্ড এখনই স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। তবে নিউজিল্যান্ড দ্বি-রাষ্ট্র সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে পিটার্স বলেন, ‘গাজার কার্যত সরকার হিসেবে হামাসের অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ স্পষ্ট না থাকায় ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্র সম্পর্কে অনেক প্রশ্ন রয়ে গেছে। তাই নিউজিল্যান্ডের পক্ষে এই মুহূর্তে স্বীকৃতি ঘোষণা করা বুদ্ধিমানের কাজ হবে না।’
তিনি আরো বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে স্বীকৃতির ওপর জোর দেয়ার বিষয়টিতে আমরা উদ্বিগ্ন। এটি ইসরাইল ও হামাসকে আরো অনমনীয় অবস্থানে ঠেলে দিয়ে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।’
শনিবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া সময়ের ব্যাপার।’
নিউজিল্যান্ডের অবস্থান দেশটির অংশীদার অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেনের বিপরীতে। এই তিন দেশ গত রোববার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তাদের পদক্ষেপ জাতিসঙ্ঘের ১৪০টিরও বেশি দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ, যারা একটি স্বাধীন আবাসভূমি গঠনে ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।
এদিকে দেশটির বিরোধী লেবার পার্টি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এই সিদ্ধান্ত দেশকে ইতিহাসের ভুল দিকে নিয়ে যাবে।
সূত্র : রয়টার্স