আফগানিস্তানের তালেবান সরকারের চার কর্মকর্তার ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।
শনিবার (৬ ডিসেম্বর) তাদের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং অভিযোগ তোলেন, ‘এসব কর্মকর্তারা তালেবান শাসিত দেশে নারী ও কন্যাশিশুদের ওপর নির্যাতন এবং সুশাসন বা আইনের শাসনকে ব্যাহত করার সাথে জড়িত ছিলেন।’
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারকারী বেশ কয়েকটি দেশের মধ্যে একটি দেশ অস্ট্রেলিয়া। তারা দু’দশক ধরে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও তালেবানবিরোধী অভিযানে অংশ নিয়েছিল।
তালেবান সরকার বলছে, তারা ইসলামী আইন এবং স্থানীয় প্রথা অনুযায়ী নারীর অধিকারকে সম্মান করে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওং এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন তিন তালেবান মন্ত্রী ও একজন প্রধান বিচারপতি। শিক্ষা, কর্মসংস্থান, চলাচলের স্বাধীনতা এবং জনজীবনে অংশগ্রহণের অধিকার সীমিত করার অভিযোগ করা রয়েছে তাদের বিরুদ্ধে।
ওং বলেন, এই পদক্ষেপগুলো অস্ট্রেলিয়া সরকারের একটি নতুন কাঠামোর অংশ।
সূত্র : দ্য ডন



