অস্ট্রেলিয়ায় বড় বড় কয়েকটি গুলির ঘটনা

বন্দুক নিয়ন্ত্রণ আইনে অত্যন্ত কঠোর দেশ অস্ট্রেলিয়া। তথাপি সেখানে ঘটে গেছে বেশ কিছু বন্দুকের ঘটনা।

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রেলিয়ায় বড় বড় কয়েকটি গুলির ঘটনা
অস্ট্রেলিয়ায় বড় বড় কয়েকটি গুলির ঘটনা |আল জাজিরা

বন্দুক নিয়ন্ত্রণ আইনে অত্যন্ত কঠোর দেশ অস্ট্রেলিয়া। তথাপি সেখানে ঘটে গেছে বেশ কিছু বন্দুকের ঘটনা। রোববার (১৪ ডিসেম্বর) এই জাতীয় কিছু ঘটনা আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তা হলো এই যে

১৯৯৬ সালের এপ্রিল : তাসমানিয়া রাজ্যের পোর্ট আর্থার পর্যটন এলাকায় এক তাণ্ডবে বন্দুকধারী মার্টিন ব্রায়ান্ট ৩৫ জনকে হত্যা করে। এ সময় আরো ২৩ জন আহত হয়।

২০১৪ সালের সেপ্টেম্বর : নিউ সাউথ ওয়েলস রাজ্যের লকহার্টের কাছে এক কৃষক তার স্ত্রী এবং তিন সন্তানকে গুলি করে হত্যা করে।

২০১৪ সালের ডিসেম্বর : সিডনির লিন্ড্ট ক্যাফেতে পুলিশ হামলা চালালে তিনজন নিহত হয়, যেখানে ইরানে জন্মগ্রহণকারী এক স্বঘোষিত ধর্মযাজক ১৮ জনকে বন্দী করে রেখেছিল।

২০১৮ সালের মে : পশ্চিম অস্ট্রেলিয়ায় এক কৃষক নিজের উপর বন্দুক চালানোর আগে পরিবারের ছয় সদস্যকে হত্যা করে।

২০১৯ সালের জুন : প্যারোলে থাকা এক ব্যক্তি উত্তর অস্ট্রেলিয়ার ডারউইন শহরে চার পুরুষকে গুলি করে এবং এক নারীকে আহত করে।

২০২২ সালের ডিসেম্বর : কুইন্সল্যান্ড রাজ্যের উইয়াম্বিলায় একটি গ্রামীণ সম্পত্তিতে বন্দুকযুদ্ধে ছয়জন নিহত হন। খ্রিস্টান ষড়যন্ত্র তাত্ত্বিকদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে পুলিশের গুলিতে তিন বন্দুকধারী এবং তাদের এক প্রতিবেশী নিহত হন।

সূত্র : আল জাজিরা