আফগানিস্তানে গত তিন দিনে তুষারপাত ও ভারী বৃষ্টিতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এএনডিএমএ প্রকাশিত তথ্য মতে, বুধবার (২১ জানুয়ারি) থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) পর্যন্ত এসব মৃত্যু ঘটেছে। বেশিরভাগ মৃত্যুই ঘটেছে দেশের মধ্য ও উত্তরাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এএনডিএমএ জানায়, ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রাথমিক হিসাব অনুযায়ী এ ঘটনায় ১১০ জন আহত হয়েছেন এবং ৪৫৮টি বাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এক ভিডিও বার্তায় সংস্থাটির এক মুখপাত্র জানান, মোট ৩৬০টি পরিবার এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তুষারাচ্ছন্ন সড়কে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সূত্র : বাসস



