তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় তুর্কি নিরাপত্তা বাহিনীর সাথে সঙ্ঘর্ষে ৬ আইএস যোদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় তুর্কি তিন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) এক ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এই তথ্য নিশ্চিত করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পশ্চিম তুরস্কে এক বন্দুকযুদ্ধে ছয় আইএসআইএল (আইএসআইএস) যোদ্ধা নিহত হয়েছে। এতে আরো তিন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।
সোমবার এক ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেছেন, নিরাপত্তা বাহিনী ১৩টি প্রদেশে কথিত আইএসআইএল আস্তানায় রাতভর ১০৮টি পৃথক অভিযান চালিয়েছে।
তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনী বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে। এ সময় বিদ্রোহীদের সাথে গুলি বিনিময় হয়। এর ফলে তিন তুর্কি পুলিশ কর্মকর্তা এবং ছয়জন আইএসআইএল যোদ্ধা নিহত হয়।
ইয়ারলিকায়া বলেন, হামলায় নিহত যোদ্ধারা সবাই তুর্কি নাগরিক। এ ঘটনায় আটজন পুলিশ সদস্য এবং একজন নৈশপ্রহরীও আহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা



