ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় নিহত ৯

ইউক্রেনের টেরনোপিলে গতকাল রাতভর রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় নিহত ৯
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় নিহত ৯ |বাসস

ইউক্রেনের টেরনোপিলে গতকাল রাতভর রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

আজ বুধবার ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলীয় শহরটিতে এই যুদ্ধের সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে গতকালের হামলা ভয়াবহতম।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান, টেরনোপিলে ৯ তলা আবাসিক ভবনে হামলা হয়েছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছে এবং অত্যন্ত দুঃখের বিষয় হলো- সেখানে ৯ জন মারা গেছে।

হামলার পর ধোঁয়াচ্ছন্ন বিধ্বস্ত বহুতল ভবনের ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন জেলেনস্কি।

জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেন, ধ্বংসস্তূপের মধ্যে মানুষজন আটকা পড়ে থাকতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে মস্কো। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এবং শীতের আগে বেশ কয়েকটি বেসামরিক স্থানেও হামলা করেছে রাশিয়া।

সূত্র : এএফপি/বাসস