বিশ্বে প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্টের আয়োজন করেছে রাশিয়া

বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্টের আয়োজন করেছে রাশিয়া। চলতি মাসের ৭ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ায় ড্রোন প্রতিযোগিতা চলছে
রাশিয়ায় ড্রোন প্রতিযোগিতা চলছে |আরটি

বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্টের আয়োজন করেছে রাশিয়া। চলতি মাসের ৭ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। বুধবার মস্কো কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতা ৭ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে ১১টি দেশের ড্রোন ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ৫ মিলিয়ন রুবেল (যার আনুমানিক মূল্য ৬৩ হাজার মার্কিন ডলার) জ্যাকপটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জার্মানি, ভারত, কাজাখস্তান, স্পেন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, তুর্কিয়ে এবং ফ্রান্সের ড্রোন অপারেটররা। এদের মধ্যে কিছু আন্তর্জাতিক খেতাবধারী অপারেটরও রয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আয়োজিত বেসামরিক ইউএভি-র জন্য নিবেদিত একটি বৃহত্তর ফোরামের অংশ হিসাবে এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় ৫০-ল্যাপ ফার্স্ট-পারসন-ভিউ (এপিভি) বাধা দৌড়সহ বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র : আরটি