যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

২১ অক্টোবর ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছে। এ সময় এটি ১৪ হাজার কিলোমিটার অতিক্রম করে।

নয়া দিগন্ত অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ |সংগৃহীত

রাশিয়া তার পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটি বলছে, এই পারমাণবিক অস্ত্র যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম। রোববার (২৬ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্ষেপণাস্ত্রটি মোতায়েনের প্রস্তুতি নেয়া হবে।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, ২১ অক্টোবর ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছে। এ সময় এটি ১৪ হাজার কিলোমিটার অতিক্রম করে এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে অবস্থান করে।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটিতে পারমাণবিক শক্তি ব্যবহার করা হয়েছে। এই পরীক্ষাটি ভিন্ন ছিল, কারণ এটি দীর্ঘ পথ অতিক্রম করেছিল। যদিও এর পাল্লা মূলত সীমাহীন ছিল।

তিনি আরো বলেন, এটি যেকোনো ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করতে পারে।

এদিকে পুতিন বলেন, কিছু রুশ বিশেষজ্ঞ তাকে একবার বলেছিলেন যে এই অস্ত্রটি কখনোই তৈরি করা সম্ভব নয়। কিন্তু এখন এর ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ সম্পন্ন হয়েছে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের প্রায় ৮৭ শতাংশ রয়েছে। যা বিশ্বকে বহুবার ধ্বংস করার জন্য যথেষ্ট। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস অনুসারে, রাশিয়ার কাছে পাঁচ হাজার ৪৫৯টি পারমাণবিক অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের আছে পাঁচ হাজার ১৭৭টি।

সূত্র : রয়টার্স